জয়পুরহাটে আমগাছে ঝুলছিল ফেরিওয়ালার হাত-পা বাঁধা লাশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাস (৪৭) নামে এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার তুলসীগঙ্গা নদীর মাদারতলী ঘাটের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নরেশ রবিদাস আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মৃত বিরেন রবিদাসের ছেলে। তিনি চর্মকার পেশার পাশাপাশি ফেরিওয়ালা ছিলেন। ফেরি করে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার আওয়ালগাড়ী গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরেশ রবিদাস ওই অনুষ্ঠানে বাচ্চাদের খেলনার দোকান দিয়েছিলেন। তিনি রাত ৮টার দিকে দোকান তুলে নিয়ে বাড়িতে যান। খাওয়া-দাওয়া শেষে তিনি বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়িতে ফেরেননি।
বিজ্ঞাপন
সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় লোকজন তুলসীগঙ্গা নদীর মাদারতলী ঘাটের নরেশ রবিদাসের মরদেহ হাত-পা মাফলার দিয়ে বাঁধা অবস্থায় আমগাছে ঝুলতে দেখেন। তারা ঘটনাটি রুকিন্দীপুর ইউপির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিককে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নরেশ রবিদাসের মরদেহ উদ্ধার করে।
রুকিন্দীপুর ইউপির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, নরেশ রবিদাস চর্মকারের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে মনে হচ্ছে না। তবে তার হাত-পা মাফলার দিয়ে বাঁধানো ও পা মাটিতে লেগে থাকা অবস্থা দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড।
বিজ্ঞাপন
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমগাছে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাসের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চম্পক কুমার/এএএ