নৌকাহীন ফরিদপুর-৩ আসনে ঈগল প্রতীকে ভোটে লড়বেন একে আজাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ঈগল পাখি প্রতীক পেয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার চাহিদা অনুযায়ী তাকে প্রতীকটি বরাদ্দ দেন।
দ্বৈত নাগরিকত্বের জন্য এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হকের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে বর্তমানে এই আসনে একে আজাদ ছাড়াও লড়বেন চারজন প্রার্থী।
এদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এমএ মুঈদ হোসেনকে ‘ডাব’ প্রতীক, জাতীয় পার্টির এসএম ইয়াহিয়াকে ‘লাঙ্গল’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেনকে ‘একতারা’ এবং বিএনএমের গোলাম রব্বানীকে ‘নোঙ্গর’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।
জহির হোসেন/আরএআর