আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাদ্যমন্ত্রীকে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁ-১ আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার খাদ্যমন্ত্রীকে এ সংক্রান্ত চিঠি পাঠান।
চিঠিতে আগামী রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচনী অনুসন্ধান কমিটি নওগাঁ-১ এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করেন। এ বিষয়ে মো. খালেকুজ্জামান নামে এক ব্যক্তি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্যগ্রহণ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাধন চন্দ্র মজুমদারকে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচারণা চালানোর সুযোগ নেই।
আরমান হোসেন রুমন/আরএআর