নির্বাচনে লড়তে পারবেন ইমদাদুল হক বিশ্বাস
রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) সংসদীয় আসনে নির্বাচনের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন সদ্য পদত্যাগ করা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল বিভাগে স্বতন্ত্র পদে সংসদ সদস্য প্রার্থী ইমদাদুল হক বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর ইমদাদুল হক বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, ১ শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করলে আপিল বিভাগ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
তিনি আরও বলেন, আমি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চারবারের চেয়ারম্যান। দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত আছি। নির্বাচন করার অভিজ্ঞতা আমার আছে। যে অভিযোগ এনে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল তার সত্যতা আপিল বিভাগ পাইনি। বিজয়ের মাসে আমার আরেকটি জয় হয়েছে। আমি আপিল বিভাগে ন্যায়বিচার পেয়েছি। নির্বাচন অংশগ্রহণ করার সব প্রস্তুতি আমার রয়েছে।
আরও পড়ুন
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী কর্তৃক ১% সমর্থনসূচক তালিকা হতে নির্বাচন কমিশন কর্তৃক দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০ জন ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ে ইমদাদুল হক বিশ্বাসের দুইজন ভোটারের সমর্থনের তথ্য সঠিক পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় স্বতন্ত্র ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ