ব্রাহ্মণবাড়িয়ায় এমপির সামনেই সংঘর্ষে জড়াল ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়ায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। রোববার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ কর্মী সভায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ কর্মীসভার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ ছাড়া মঞ্চে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন সময়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন বক্তব্য দেওয়ার সময় তার অনুসারীরা স্লোগানে মেতে উঠে। তখন অনুষ্ঠানস্থলের পেছনের সারিতে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের দুইজনের মধ্যে ধাক্কা লাগে। এ সময় একজন ধাক্কা লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল তাকে সামনে বসতে বলেছেন। এ নিয়ে তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি হলে একপর্যায়ে দুই পক্ষ চেয়ার ভাঙচুর ও ছোঁড়াছুঁড়ি শুরু করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনা তেমন কিছু না। জায়গা স্বল্পতার কারণে পৌর ছাত্রলীগের ছেলেদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন জানান, খুবই তুচ্ছ বিষয় নিয়ে ধাক্কাধাক্কি। যারা এমন করেছে তারা ছোট। এছাড়া তাদের শনাক্ত করার চেষ্টা চলছে, শনাক্ত করতে পারলে পুলিশে দেওয়া হবে।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে কল করা হলে তিনি রিসিভ করেননি।
পরে এ বিষয়ে জানতে অনুষ্ঠানে উপস্থিত থাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্লোগান নিয়ে ছাত্রলীগের দুটি পক্ষ চেয়ার ছোঁড়াছুঁড়ি করেছে। বর্তমানে একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা কথা বলা যাবে।
এমজেইউ