স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশনে নারী
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে মাহমুদ কলি নামে এক যুবকের বাড়িতে ঢুকে স্ত্রীর অধিকার পেতে এক নারী অনশন করছেন। ওই নারী একই ইউনিয়নের মাটিয়াকুড়া এলাকার বাসিন্দা। তিনি বাড়িতে অবস্থানের পরপরই কৌশলে পালিয়ে গেছেন মাহমুদ কলি।
অনশনে বসা ওই নারী বলেন, আমাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যম প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পরে সে তার বন্ধুদের বাসায় নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। গত মাসে আমাকে গাজীপুরের শ্রীপুর এলাকায় সরকারী কাজির কাছে নিয়ে বিয়ে করে। আমরা ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে আট-দশদিন এক সাথে থাকি। বিষয়টি তার বাড়িতে জানালে তার পরিবার আমাকে মেনে নেবে না জানালে সে আমাকে রেখে চলে আসে। তারপরে ফোনের মাধ্যমে আমার কাছে যৌতুকের টাকা দাবি করে আমার স্বামী। আমার সাথে অনেক বাজে ব্যবহারও করে সে। আমি আজ আমার স্বামীর বাড়িতে উঠেছি। আমি আমার স্বামীর অধিকার চাই।
এ ব্যাপারে মাহমুদ কলির বাবা আব্দুর রাজ্জাক বলেন, আমার ছেলেকে তারা চাকরির কথা বলে ঢাকায় নিয়ে জোর জবরদস্তি করে বিয়ে করিয়ে দেয়। আমরা এই অবৈধ বিয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।
আরএআর