জালিয়াতি করে শিক্ষক হতে চেয়ে ১৩ জন কারাগারে
লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জনকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের আশিক সিদ্দিকী, জাওরানী গ্রামের পরঞ্জন রায়, নাজমুন নাহার, পূর্ব সারডুবি গ্রামের রবিউল ইসলাম, পার শেখ সুন্দর গ্রামের সাহেরা খাতুন, উত্তর জাওরানী গ্রামের লাভলী খাতুন, পাটগ্রাম উপজেলার রহিমপাড়া এলাকার আফরিন আক্তার, কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের রাফিয়া সুলতানা, রুদ্রেশ্বর গ্রামের খাদিজা খাতুন, আদিতমারী উপজেলার সরলখাঁ গ্রামের তৃপ্তী রানী, নামুড়ি গ্রামের সোহাগী বেগম, গোবর্দ্ধন গ্রামের মাহাবুবা রায়হানা ও সদর উপজেলার আদর্শপাড়ার তুলি রানী রায়।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঢাকা পোস্টকে জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিকস ডিভাইসসহ নানা উপায়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিয়াজ আহমেদ সিপন/এমজেইউ