নগদ ২ হাজার টাকা নিয়ে নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডি এম মজিবুর রহমান। বর্তমানে তার কাছে নগদ ২ হাজার টাকা রয়েছে। ব্যাংকে জমা রয়েছে ৫ কোটি টাকারও বেশি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তার হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। তিনি পেশায় ব্যাবসায়ী। হলফনামায় তিনি নিজেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস বলে উল্লেখ করেছেন।
হলফনামায় ডি এম মজিবুর রহমান উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ১২ লাখ ৪৮ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ১২ লাখ ৩০ হাজার টাকা ও চাকরি থেকে আয় ১৮ হাজার টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তার হাতে নগদ টাকা রয়েছে ২ হাজার। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৫ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৩৩ টাকা। তার একটি জিপ গাড়ি রয়েছে, যার মূল্য তিনি উল্লেখ করেছেন ৩০ লাখ টাকা। স্বর্ণ ও অনান্য ধাতু ও পাথর নির্মিত অলংকারাদির পরিমাণ উল্লেখ করেছেন ১৫০ তোলা (মূল্যবিহীন)। ইলেকট্রনিক সামগ্রীর পরিমাণ উল্লেখ করেছেন মূল্যবিহীন। আসবাবপত্র রয়েছে ৩ লাখ ৫৪ হাজার টাকার। তার স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদ নেই।
এছাড়াও স্থাবর সম্পদের মধ্যে মজিবুর রহমানের কৃষি জমি রয়েছে ৩৬.৬৩ বিঘা, যার মূল্য ৮৯ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। অকৃষি জমি রয়েছে ২৫ শতাংশ যার, মূল্য ২ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা। একটি দালান রয়েছে, যার মূল্য ৬০ লাখ টাকা।
হলফনামায় ডি এম মজিবুর রহমামের নামে কোনো দায় ও ঋণের কথা উল্লেখ নেই। এছাড়াও তার নামে কোনো মামলা নেই।
প্রসঙ্গত, রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসন থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে ১৬ জন মনোনয়নপত্র জামা দেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। এর মধ্যে রাজবাড়ী-১ এর ৫ জন ও রাজবাড়ী-২ আসনের ৪ জন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর