এমপি মোকতাদিরের বেড়েছে নগদ টাকা ও জমি
গত পাঁচ বছরে নগদ টাকা ও কৃষি-অকৃষি জমির পরিমাণ বেড়েছে সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর। এ সময় তার সম্পদ ৯ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ টাকা। এ ছাড়া ৬ লাখ ৬ হাজার টাকার পৈত্রিক জমি থেকে বেড়ে ১ কোটি ৪ লাখ ৯১ হাজার ১১০ টাকার কৃষি ও অকৃষি জমি হয়েছে।
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় নগদ ৯ লাখ টাকা থাকার তথ্য দেন মোকতাদির চৌধুরী। তিনি পেশায় রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগেরও সভাপতি। ২০১১ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, উবায়দুল মোকতাদির চৌধুরীর কৃষি ও মৎস্য খাত থেকে বছরে ১৩ লাখ টাকা, ব্যবসা থেকে আয় ১১ লাখ ২৭ হাজার ৭০০ টাকা, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ৯৪ হাজার এবং শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক থেকে ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় হয় তার। তাছাড়া সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত ৬ লাখ ৬০ হাজার টাকা।
এ ছাড়া তার স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ৭৮ লাখ ৫১ হাজার ৯৭৫ টাকা। আর স্বর্ণ রয়েছে ৩০ ভরি। ২০১৮ সালের হলফনামায় ব্যাংক ঋণের পরিমাণ উল্লেখ করা হয়েছিল ১৫ লাখ ৬৮ হাজার ৪১১ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ঋণ ৫৩ লাখ ৮৩ হাজার ১৮৫ টাকা উল্লেখ করেন মোকতাদির চৌধুরী।
এএএ