আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি ফখরুলকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য (এমপি) রাজী মোহাম্মদ ফখরুলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুক্রবার (১ ডিসেম্বর) কুমিল্লা-৪ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, আপনি জনাব রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। বিগত ৩০ নভেম্বর একটি পত্রিকার অনলাইন ভার্সনে প্রচারিত সংবাদ নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়।
উক্ত সংবাদে উল্লেখ করা হয়, আপনি ওইদিন কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবিদ্বার পৌর সদরে শোডাউন করেন। এ সময় আপনাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং আপনি নিজের গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা জানান। আপনার শোডাউনটিতে শতাধিক মোটরসাইকেলের বহর ছিল। এতে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার লঙ্ঘন।
তবে চিঠি পেয়েছেন কিনা সেটা জানতে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের মোবাইলে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
আরিফ আজগর/আরএআর