প্রথম ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের উচ্ছ্বাস
ঢাকা-কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচল শুরু হয়েছে আজ। সকাল থেকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে বিপুলসংখ্যক যাত্রী আসেন। তাদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দুপুর ১২টা ৩০মিনিটে আইকনিক রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে প্রথম ট্রেন ছাড়ে।
প্রথম দিনের রেলের যাত্রী হতে অনেক মানুষ স্টেশনে খুব ভোরে উপস্থিত হন। সকালে স্টেশন ও স্টেশনের বাইরে বিপুলসংখ্যক যাত্রী দেখা যায়। তাদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
বেশ কয়েকজন যাত্রী জানান, তারা ভোর পাঁচটার দিকে স্টেশন এলাকায় আসেন। তার পর থেকে ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করেন। আগামী ১০ তারিখ পর্যন্ত টিকিট বুকিং থাকায় টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন অনেক মানুষ।
রব্বানী নামের এক যাত্রী বলেন, দুপুর ১২টা ৩০মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেসে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ১ হাজার ৩০ জন যাত্রী ছিল ট্রেনে।
এদিকে প্রথম ট্রেনের টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। ঢাকার টিকিট করা যাত্রী মেজবাহ উদ্দিন বলেন, কক্সবাজার থেকে প্রথম এই যাত্রা ইতিহাস হয়ে থাকবে। তাই আগে থেকে টিকিট বুকিং করে রাখছি।
খোরশেদ আলম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, অনলাইনে টিকিটের জন্য আবেদন করলেও টিকিট বুকিং দেখানো হয়েছে। যার কারণে নিতে পারেনি। তবে প্রথম রেল ছুটার দৃশ্যটা দেখার জন্য সকাল সকাল চলে আসছি।
সেজান নামের এক যাত্রী বলেন, প্রথম যাত্রার যাত্রী হতে সিলেট থেকে কক্সবাজার এসেছি। রাত থেকে ঘুম হয়নি। কখন সকাল হবে সেই অপেক্ষায় ছিলাম। ট্রেনে উঠতে পেরে এখন একটু স্বস্তি পেয়েছি।
ফায়সাল নামের আরেক যাত্রী বলেন, কক্সবাজার থেকে যে ট্রেন ছাড়বে সেটি এখনো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আমি এখনো ঘুমে স্বপ্ন দেখছি। তবে ট্রেনে উঠতে পেরে খুব ভালো লাগছে।
এদিকে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল হাওয়ায় যাত্রীদের চকলেট ও ফুল দিয়ে বরণ করে নিয়েছেন রেলওয়ের ডিবি পুলিশ। রেল সচিব ড. হুমায়ুন কবির বলেন, আপাতত ২টি ট্রেন চলাচল করবে। জানুয়ারি থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। তবে এই মাসে বাড়ানো হবে না।
সাইদুল ফরহাদ/এমএ