চোরাচালানে বাধা দেওয়ায় শুল্ক গোয়েন্দার ওপর হামলা
বেনাপোল চেকপোস্ট দিয়ে চোরাচালানে বাধা দেওয়ায় মনির হোসেন নামে এক শুল্ক গোয়েন্দা সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। জব্দকৃত মালামালও ছিনিয়ে নিয়েছে চোরাচালানিরা। এ ঘটনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে দুই চোরাচালানিকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছে মনির হোসেন।
এর আগে সোমবার (১২ এপ্রিল) বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের সামনে মহাসড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় অভিযুক্তরা হলেন- বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের জোহার ছেলে ইউছুফ ও দ্বীন মোহাম্মদের ছেলে আজিজ।
ভুক্তভোগী শুল্ক গোয়েন্দা সদস্য মনির হোসেন জানান, সোমবার তিনি বেনাপোল চেকপোস্ট কাস্টমস ভবনের দ্বিতীয় তলায় দায়িত্ব পালন করছিলেন। বিকেল ৪টা ২৫ মিনিটে সিসি ক্যামেরায় দেখতে পান সোর্স হিসেবে পরিচিত কয়েকজন চোরাচালানি নিরাপত্তাকর্মীদের যোগসাজশে ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে কোনো বাধা ছাড়াই দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় তিনি অফিস থেকে বের হয়ে চোরাচালানিদের গতিরোধ করলে আজিজ ও ইউছুফ নামে চিহ্নিত দুই চোরাচালানি তাকে মারধর করে মালামাল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তিনি কাস্টমস শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, চোরাচালানে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করে মামলা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) আতিয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্য মনির হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরএআর