রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭৮.৪৬ শতাংশ
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫ হাজার ৪৪৫ ও ছাত্রী ৫ হাজার ৮১৩ জন।
রোববার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ শিক্ষাবোর্ড থেকে ১ লাখ ৪০ হাজার ১১৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে। আর গতবার এইচএসসির ফলাফলে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।
শাহিনুল আশিক/এএএ