সন্তান হিসেবে স্বীকৃতি পেলে বদির বিরুদ্ধে লড়বেন না ইসহাক
কক্সবাজারের উখিয়া-টেকনাফের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সন্তান দাবি করা ইসহাক এবার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ইসহাক জানিয়েছেন বদি তাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিলে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত সংসদীয় আসন কক্সবাজার-৪। এ আসনে বর্তমান সংসদ সদস্য বদির স্ত্রী শাহীন আক্তার।
নির্বাচন করার বিষয়ে ইসহাক মনে করেন তার বাবার অনেক ক্ষমতা, অনেকটা বাবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্যই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে।
চেহারার গড়ন, কথা বলার ধরন সবকিছু মিলিয়ে নিজেকে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সন্তান দাবি করে আসছিল মো. ইসহাক। ৩০ বছরের এই যুবক সন্তান পরিচয়ের জন্য দ্বারস্থ হয়েছেন আদালতের কাছেও। তিন বছর আগে তিনি কক্সবাজার আদালতে সন্তান হিসেবে স্বীকৃতি পেতে বদির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এখনকার কি অবস্থা জানতে চাইলে ইসহাক জানায়, এটি প্রমাণিত হবে জেনেই তার বাবা বদি কৌশলে আদালতের আসছেন না।
সন্তান দাবি করার বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বদি মোবাইলে বলেন, মামলা চলছে। মামলা শেষ হলে সত্য বেরিয়ে আসবে।
এদিকে সন্তান দাবি করার মূল ভিত্তি কি জানতে চাইলে ইসহাক বলেন, ডিএনএ টেস্ট করালেই সব পরিষ্কার হয়ে যাবে। এখন তো মৃত মানুষের পরিচয়ও ডিএনএ টেস্ট করিয়ে পাওয়া যায়।
মামলা সংক্রান্ত বিষয়ে আগের বার নির্বাচন করতে পারেনি আব্দুর রহমান বদি। এবারেও নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য বদি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সঙ্গে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারও মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাইদুল ফরহাদ/এএএ