ভোলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ভোলার অভ্যন্তরীণ সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছেন বিআইডব্লিউটিএ।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ভোলা নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত থেকে ভোলার ইলিশা-মজু চৌধুরী হাট, দৌলতখান-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, নাজিরপুর-কালাইয়া, ভেলুমিয়া-ধনিয়া রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
অন্য দিকে বৃহস্পতিবার সকাল থেকে ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় রাতে অধিক বৃষ্টি হয়েছে। এখনও ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় সকাল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১২টি মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। ১৩ হাজার আটশত ৬০ জন সিপিপি কেও প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলা করার জন্য।
ইসমাইল/এসএম