‘জনপ্রিয়তা থাকলে পদত্যাগ করে নির্বাচন দিতে আ.লীগের ভয় কেন’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
সমাবেশে মহানগর কমিটির সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জেলা সভাপতি মাহমুদুর রশিদ রিপন সরকার, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ মো. মাহফুজুল হক, যুব আন্দোলনের সভাপতি তাহমিদুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি একরামুল হক প্রমুখ।
আওয়ামী লীগ জনগণের রায়কে ভয় পায়, এজন্য পদত্যাগ করতে সাহস পাচ্ছে না উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, একটি অবৈধ তফসিল ঘোষণার মাধ্যমে এই সরকার জানান দিয়েছে যে তাদের সঙ্গে বাংলার জনগণের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের যদি সাহস থাকে তাহলে এই তফসিল বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করে দিক। আওয়ামী লীগকে বারবার আল্টিমেটাম দিয়েও তারা কথা শোনেনি। এখন সোজা আঙুলে কাজ না হলে আমরা আঙুল বাঁকাতেও জানি।
বিজ্ঞাপন
সমাবেশ শেষে পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পার্ক মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ