গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বাসে আগুনের এ ঘটনা ঘটে।
মিনিবাসটির চালক মো. মাসুম জানান, সারাদিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজার আসেন। বাসটিতে কোনো যাত্রী না থাকায় জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর দাঁড় করিয়ে তিনি ও তার সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে দৌড়ে ছুটে আসেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কে বা কারা কীভাবে আগুন দিয়েছে তা তিনি দেখতে পাননি বলে জানান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিহাব খান/কেএ