দ্বিতীয় দফায় ভাসানচরে ১৭৭২ রোহিঙ্গা
দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে আরও এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর সাতটি জাহাজ ভাসানচরে পৌঁছে।
এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে রোহিঙ্গারা বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। রাতে তারা বিএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গার নৌবাহিনীর জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় তাদের বহনকারী সাতটি জাহাজ।
দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে কক্সবাজারের আশ্রয় শিবির ত্যাগ করে ৪২৭টি পরিবারের এই এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা। এর মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন।
গত ২ ডিসেম্বরর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যায়। তারাই সেখান থেকে ভাসানচরের পরিস্থিতি জানিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করেন।
২০১৭ সালের ২৪ আগস্ট মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা। নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া-টেকনাফে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সেখান থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর নেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
আরএআর