সারের বস্তা ধুতে গিয়ে তলিয়ে গেল দুই ভাই

ইউরিয়া সারের খালি বস্তা ধুতে নদীতে গিয়ে নিখোঁজ হয় সাফাত (১৪) ও মাহমুদুল্লাহ (৯) নামের দুই চাচাতো ভাই। অনেক খোঁজাখুঁজির পর মাহমুদুল্লাহর মরদেহ পাওয়া গেলেও এখনো নিখোঁজ সাফাত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া ঘাটে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল্লাহ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং নিখোঁজ সাফাত একই এলাকার হানিফের ছেলে এবং শহীদ মো. জমসেদ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে কাজীপাড়া ঘাটে ইউরিয়া সারের খালি বস্তা ধুতে যায় তারা। বস্তা ধোয়ার পর গোসল করতে নদীতে নামে মাহমুদুল্লাহ ও সিফাত। এ সময় প্রথমে তলিয়ে যায় মাহমুদুল্লাহ। তাকে উদ্ধারের চেষ্টা করে সিফাত। এতে দুজনই নদীতে তলিয়ে যায়।
নিহতের চাচা আব্দুল বারিক ঢাকা পোস্টকে বলেন, নদীর পাশ দিয়ে আমার ভাই তাদেরকে খুঁজতে যাওয়ার পথে নদীর তীরে তাদের স্যান্ডেল ও গামছা দেখতে পায়। তা দেখেই নিশ্চিত হয় এখানেই গোসলে নামে আমার দুই ভাতিজা। পরে খোঁজাখুজি শুরু করলে বিকেল ৪টার দিকে একই স্থান থেকে মাহমুদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে সিফাত।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, শিশু মাহমুদুল্লার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিফাতের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাজ করছে ডুবুরি দল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ শিশু সিফাতের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা কাজ করছে। পরিবারের অভিযোগ না থাকায় মাহমুদুল্লাহর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সন্ধ্যায় রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধারে কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ডুবুরি দল। কিন্তু নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় আজকে কাজ শেষ করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করবে ডুবুরি দল।
জাহাঙ্গীর আলম/এমজেইউ