৯৭ জনের ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতিবন্ধী জুলেখা
নাটোরের সদর উপজেলার বারঘরিয়া গ্রামের প্রতিবন্ধী নারী জুলেখা আক্তার জুলি। জন্ম থেকে দুই পায়ের সমস্যা থাকায় চলাফেরা করেন হুইলচেয়ারে। এলাকায় কথিত আছে এক প্রতিবন্ধী সংস্থার মাধ্যমে জুলেখা ইংল্যান্ড ভ্রমণ করেছেন দুইবার। সেখানে তার পরিচিত কোম্পানিতে 'মেডিকেল কেয়ার ওয়ার্কার' হিসেবে লোক পাঠানোর সুযোগ রয়েছে তার।
জুলেখার মাধ্যমে ইংল্যান্ড যেতে প্রয়োজন ১৮ লাখ টাকা। তবে প্রথমে ৫ লাখ টাকা জুলেখার কাছে জমা দিতে হবে আর বাকি টাকা দিতে হবে লন্ডনে যাওয়ার পরে। লন্ডনে সেই কাজের জন্য স্বাক্ষর জানারও প্রয়োজন নেই। জুলেখা ও এই চক্রের এমন প্রচারণার ফাঁদে পা দিয়ে অটোরিকশাচালক থেকে শুরু করে শিক্ষিত তরুণরাও হয়েছেন সর্বস্বান্ত।
অভিযোগ উঠেছে নাটোর ও রাজশাহীর ৫০ জন ব্যক্তিসহ সারাদেশের ৯৭ জনকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলে তাদের থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতিবন্ধী জুলেখা আক্তার জুলি ও তার চক্র। ভুক্তভোগীদের অভিযোগে এ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন চক্রের মাস্টারমাইন্ড জুলেখা আক্তার।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা দেওয়ার পর সবাইকে একসঙ্গে ঢাকায় নিয়ে যায় চক্রটি। সেখানে ফ্লাইটের তারিখ বলে আর কোনো খোঁজখবর না নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন তারা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ভুক্তভোগীরা গ্রামে এসে টাকা ফেরত চাইলে কালক্ষেপণ করতে থাকেন জুলেখা। পরে স্থানীয় গ্রাম প্রধানদের শালিশেও হয় না এর সুরাহা।
এদিকে লন্ডনে যাওয়ার জন্য ব্যাংক লোন, সুদের টাকা, ধারদেনা ও শেষ সম্বল অটোরিকধা বেঁচে টাকা দেওয়া ভুক্তভোগী পরিবারগুলোর ঋণের বোঝা বাড়ছে চক্রবৃদ্ধি হারে। অনেকে ঋণের ফাঁদে আটকে স্ত্রী-সন্তান ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ।
প্রতারণার শিকার সদর উপজেলার কাফুরিয়া পন্মাতপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সাথী আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামীকে লন্ডন নিয়ে যাওয়ার কথা বলে প্রতিবন্ধী জলি। এর জন্য তাকে ৫ লাখ টাকা দিতে হবে বলে জানায়। পরে ২ লাখ টাকা লিজের ওপর (সুদ) ও ২ লাখ টাকা কিস্তি তুলে মোট ৫ লাখ টাকা গুছিয়ে তাকে দেই। এরপর লন্ডন নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আরও ৪০ হাজার টাকা খরচ করিয়ে আমার স্বামীকে বাড়িতে পাঠায় দেয়।
তিনি বলেন, লিজের ওপর নেওয়া টাকা বাড়তে শুরু করেছে। কিস্তির টাকাও দিতে পারি না। পাওনাদারদের জন্য আমার স্বামী বাড়িতে থাকতে পারে না, পালিয়ে থাকে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, খুব কষ্টে দিন পার করছি। সন্তানদের নিয়ে খেতে পর্যন্ত পারছি না। আমরা আমাদের টাকা ফেরত চাই, সুষ্ঠু বিচারের দাবি জানাই।
বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের ভুক্তভোগী রনি ইসলাম বলেন, কেয়ার ভিসায় লন্ডনে নিয়ে গিয়ে মাসে ৩ লাখ টাকা বেতন দেওয়ার কথা বললে আমি ও আমার ভাইয়ের জন্য ৮ লাখ টাকা ব্যাংক থেকে লোন উঠিয়ে দেই। পরে আমাদের দেখে আমার এক মামাও যাওয়ার জন্য আড়াই লাখ টাকা জমা দেয়। প্রথমে আমার যাওয়ার কথা হওয়ায় ৩০ হাজার টাকার মার্কেট ও করি। পরে ঢাকা নিয়ে গিয়ে ৭ দিন রেখে ফ্লাইটের ডেট বলে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ফোন করে আমাদের পাসপোর্ট ফিরিয়ে দিয়ে বাড়ি চলে আসতে বলে। কিন্তু এখন টাকা চাইলে টাকা না দিয়ে উল্টো শহর থেকে মাস্তান ভাড়া করে এনে হুমকি- ধামকি দেয়।
সদর উপজেলার বারঘরিয়া গ্রামের রাসেল আলী বলেন, আমাকে বলেছে সেখানে মাসে সাড়ে তিন লাখ টাকা বেতন। মাঠে ঘাটে কাজকর্ম করে খাই বিদেশে গেলে সহজেই বড়লোক হতে পারব, এই চিন্তায় গরু বেঁচে লোন নিয়ে তাদেরকে ২ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। দুই বছর হয়ে গেছে টাকা দেওয়া।
বিভিন্ন সময় নিয়ে যাওয়ার কথা বললে জুলেখা বলে, আমার বস পালাইছে, এখন নিয়ে যেতে পারব না। টাকা ফেরত চাইলে বলে- কাগজপাতি এখনো রেডি হয়নি, কাজ চলছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমান বলেন, ইংল্যান্ড নিয়ে যাওয়ার কথা বলে আমার থেকে ৫ লাখ টাকা নিছে প্রায় এক বছর আগে। টাকা নেওয়ার পর আজ নিয়ে যাব- কাল নিয়ে যাব বলে কালক্ষেপণ করতে থাকে। পরে গত ৩ মাস আগে ইংল্যান্ড নিয়ে যাবে বলে ৯৭ জনকে ঢাকায় নিয়ে যায়। বেশ কিছুদিন ঢাকায় রেখে কারো সঙ্গে দেখা না করেই সবাইকে মোবাইল ফোনে বাড়িতে চলে যেতে বলে। বাড়িতে এসে তাদের আর কোনো খোঁজ খবর পাই না।
তিনি বলেন, এনজিও থেকে টাকা গুলো সম্পূর্ণ লোন নিয়ে দিয়েছিলাম। এখন এনজিওর লোকেরা টাকার জন্য বাড়িতে এসে বসে থাকে। আমি স্ত্রী-সন্তান অন্য জায়গায় লুকিয়ে রেখে এসেছি।
এ ঘটনায় সদর উপজেলার কাফুরিয়া গ্রামের ভুক্তভোগী আবু বকর বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তিনিসহ ৯৭ জন ব্যক্তিকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে ৫ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
এদিকে টাকা নেওয়ার বিষয়টি শিকার করে অভিযুক্ত জুলেখা আক্তার জুলি বলেন, এলাকার গরীব-দুঃখী মানুষদের উন্নয়ন করতে চেয়েছিলাম। আমার বগুড়ার স্যার এস. শাহাজাদা প্রথমে আমাকে লন্ডনে লোক নিয়ে যাওয়ার কথা বলেন। পরে আমি ইংল্যান্ডে যাওয়ার কথা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করলে অনেকেই যেতে আগ্রহ প্রকাশ করে। পরে সব প্রক্রিয়া শেষে যাওয়ার সময় হলে তিনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তিনি বলেন, তাকে খুঁজে বের করে গরিব-দুঃখী সব মানুষের টাকা দিয়ে দেব।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, প্রতিবন্ধী জুলেখা একটি এনজিওর মাধ্যমে একবার ইংল্যান্ডে যায়। সেখান থেকে ফিরে এসে সাধারণ মানুষের মাঝে আস্থা সৃষ্টি করে প্রচার করে যে তার মাধ্যমে বেশ কিছু মানুষকে ইংল্যান্ডে পাঠাতে পারবে। তারা জুলেখার সঙ্গে যোগাযোগ করে ২ লাখ থেকে শুরু করে ৪ লাখ পর্যন্ত টাকা প্রদান করেন। মোট ৯৭ জন বিদেশ যাওয়ার জন্য তার কাছে টাকা দেয়। প্রাথমিক তদন্তে জানা যায় সেই টাকার পরিমাণ সব মিলিয়ে ২ কোটি টাকার মতো।
তিনি বলেন, ভুক্তভোগীরা বিদেশ যেতে না পেরে জুলেখার কাছ থেকে টাকা চাইলে সে টাকা দিতে অনিহা প্রকাশ করছে। পরে ভুক্তভোগীরা এসে থানায় অভিযোগ জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযোগটি মামলায় রুজু করে। সেই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান অভিযুক্ত প্রতিবন্ধী জুলেখা আক্তার জুলি পলাতক রয়েছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গোলাম রাব্বানী/আরকে