অবরোধের কারণে পাঙাশটির দাম কম পেলাম

পটুয়াখালীর কুয়াকাটায় মানিক মোল্লা নামে এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ। সোমবার (৬ নভেম্বর) সকালে মাছটি রাঙ্গাবালী সংলগ্ন সমুদ্র এলাকায় ধরা পড়ে।
কুয়াকাটা মেয়র বাজারের মুন্নী ফিসের আড়তে এনে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। আনোয়ার হোসেন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭০০ টাকা কেজি দরে ১০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, এই পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়েছে। মাঝে মধ্যে এরকম বড় মাছ জেলেদের জালে প্রায়ই ধরা পড়ে। তবে এতো বড় পাঙাশ ছোট নৌকায় সব সময় মেলে না। এই মাছটি ৭০০ টাকা কেজি দরে আমি কিনেছি। অবরোধের কারণে মাছ ঢাকায় পাঠাতে পারছি না। ঢাকায় পাঠাতে পারলে ভালো দামে বিক্রি করতে পারতাম।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে বছরে দুইবার মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হচ্ছে।
এসএম আলমাস/এমএএস