এক বাঘাইড়ের দাম লাখ টাকা
সিলেটের কুশিয়ারা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার (১১ এপ্রিল) সকালে ৬০ কেজি ওজনের বাঘাইড়টি ধরা পড়ে। দুপুরের দিকে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের লালবাজারে নিয়ে আসেন মাছ বিক্রেতা মুজিবুর রহমান। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন এক লাখ টাকা।
জানা গেছে, সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে এক জেলের জালে বিশালাকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি কিনে বিক্রির জন্য লালবাজারের মৎস্য ব্যবসায়ী মুজিবুর রহমান নিয়ে আসেন। তিনি মাছটির দাম চাচ্ছেন এক লাখ টাকা।
তবে এককভাবে মাছটি বিক্রি না হলে সোমবার (১২ এপ্রিল) সকালে কেটে কেজি দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মুজিবুর রহমান।
এদিকে মাছটি এক নজর দেখতে নগরের লালবাজারে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। কেউ কেউ আবার কেজি দরে মাছটি কেনার আগ্রহ প্রকাশ করছেন।
এর আগে চলতি বছরের ২৯ মার্চ কুশিয়ারায় ৩০০ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছটি লালবাজারে এনে কেটে কেজি দরে প্রায় চার লাখ টাকায় বিক্রি করা হয়।
তুহিন আহমদ/আরএআর