বিএনপি নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার র্যাব
কক্সবাজারের উখিয়ার পাইন্যাসিয়া এলাকায় নাশকতা মামলার প্রধান আসামী বিএনপি নেতা সুলতান মাহমুদকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছে র্যাব। এ হামলায় র্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) রাত ১০টায় উখিয়া জালিপালং পাইন্যাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার রাত ১০টার দিকে র্যাব ১৫-এর একটি অভিযানিক দল নাশকতা মামলার প্রধান আসামী উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে গ্রেপ্তার করতে যায়। এ সময় সুলতান মাহমুদের অনুসারীরা র্যাবের ওপর হামলা চালায়।
তবে বিএনপি নেতা-কর্মীরা দাবী করেছেন র্যাব তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘একটি নাশকতা মামলার প্রধান আসামীকে আমাদের (র্যাবের) একটি টিম গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা হামলা চালায়। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন, র্যাবের উপর হামলার ব্যাপারে তারা এখনো কিছু জানেন না।
এমটিআই