সিরাজগঞ্জে আবারও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনহর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ চালের টিন পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও অফিসের টিন ও আসবাবপত্র পুড়ে গেছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাবলু বলেন, এটা পরিষ্কার বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। গভীররাতে যখন কেউ থাকে না তখন গান পাউডার কিংবা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে তারা।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ হলেও অফিসের টিন ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাতের কোনো এক সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ের জানালা ভেঙে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহজনক বিএনপির ৪১ নেতাকর্মীর নামে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বাদি হয়ে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শুভ কুমার ঘোষ/এএএ