জেলের জালে আটকা বড় দুই পাঙাশ
কুড়িগ্রামে চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র (৪৪) নামে এক জেলের জালে ১০ ও ১৪ কেজি ওজনের দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি ব্যবসায়ী সাজুর কাছে প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি করেন তিনি।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের রমনাঘাট এলাকায় এ পাঙাশ মাছ দুটি ধরা পড়ে। জেলে বিপুল চন্দ্র উপজেলার শাখাতি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ইলিশ মাছ ধরার জন্য বিপুল চন্দ্রসহ কয়েকজন ব্রহ্মপুত্র নদে যান। নদে জাল ফেললে বিপুল চন্দ্রের জালে বড় দুটি পাঙাশ মাছ উঠে। পরে মাছ ব্যবসায়ী সাজু প্রতি কেজি ৯০০ টাকা দরে মাছ দুটি কিনে নিয়ে যান।
মাছ ব্যবসায়ী সাজু বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে ছোট ছোট পাঙাশ মাছ ধরা পড়ে। নদীর পাঙাশ হওয়ায় আমি রমনা ঘাট থেকে এই পাঙাশ মাছ দুটি কিনেছি। ১০ কেজি ওজনের মাছটি বাজারে ১১০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করেছি। বড় মাছটি দামাদামি চলছে, ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করবো।
স্থানীয় নাহিদ হাসান নলেজ বলেন, ব্রহ্মপুত্র নদে জেলের জালে দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। এ মাছ সাধারণত বাণিজ্যিকভাবে চাষ করা হলেও বর্তমানে নদীতে এই প্রথম পাঙাশ মাছ ধরা পড়েছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খাঁন বলেন, বাণিজ্যিকভাবে পাঙাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। তবে নদ নদীতে পাঙাশ মাছ ধরা পড়ছে এটা আশার খবর।
মো. জুয়েল রানা/এএএ