হিমাগারে ৪৯৪ বস্তা আলু জব্দ করে বিক্রি করে দিল ভ্রাম্যমাণ আদালত
দিনাজপুরের জাহানারা কোল্ড স্টোরেজ নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে ৪৯৪ বস্তা আলু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তা ২৭ টাকা কেজি দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার ব্যবস্থা করা হয়।
বুধবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে দিনাজপুর সদরের সহকারী কমিশনার ভূমি সাথী দাস এ অভিযান পরিচালনা করেন।
দিনাজপুর জেলা বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বর্তমানে আলুর বাজার ঊর্ধ্বগতি থাকার কারণে দিনাজপুরের জাহানারা কোলেস্টরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ জন আলু ব্যবসায়ীদের কাছে ৪৯৪ বস্তা আলু বিক্রি করে দেওয়া হয়। এই আলু বাজারে বিক্রি করলে বর্তমান আলুর ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, দিনাজপুর জেলায় ১৩টি কোল্ড স্টোরেজ আছে। এখন প্রতিদিন নিয়মিত এই কোলেস্টোরে অভিযান পরিচালনা করে আলু বাজারে বিক্রি করে দেওয়া হবে। এই আলু বাজারে এলে অনেকটাই আলুর বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।
ইমরান আলী সোহাগ/এমএসএ