ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসে থাকা যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তরা এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকেই জেলা শহর ও ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ নিরাপত্তায় কাজ করছে। এ সময় খবর পাওয়া যায় তরা এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাসে আগুন দেওয়ার কিছুক্ষণ পরই ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান।
জানা গেছে, শিবালয় উপজেলার আরিচা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে আসছিল বাসটি। পথিমধ্যে তরা এলাকায় এলে কয়েকজন দুর্বৃত্ত বাসের গতিরোধ করে এবং বাসের ভেতরে থাকা ৫০ এর অধিক যাত্রী নামিয়ে দেয়। এর পরই ওই বাসে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনা জানার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৫-২০ মিনিটের মধ্যে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ৩৫ কিলোমিটার এলাকায় হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরসহ বিভিন্ন এলাকার মার্কেটের দোকানপাট খুলতে শুরু করেছে। জীবিকার তাগিদের হরতালের খবর শুনেও বাড়ি বসে থাকতে পারেননি অটোরিকশাচালক বিপ্লব। বেউথা এলাকায় আলাপকালে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘হরতাল দিয়া কি করমু, কাম না করলে দিন চলবো কনে? আজকে হরতাল এটা জানি, তারপরও বের হইছি। পরিবারের চাহিদা তো পূরণ করতে হইবো কন।’
গোলড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু ঢাকা পোস্টকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাস মহাসড়কে কিছুটা কম থাকলেও লোকাল বাস, ট্রাক, প্রাইভেট কার চলাচল করছে। মহাসড়কে হরতালের তেমন প্রভাব নেই বলে তিনি জানান।
সোহেল হোসেন/এমজেইউ