চেকপোস্টে তল্লাশি জোরদার, বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার
আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে এই তল্লাশি চালানো হচ্ছে। তবে গতকাল সাভার হাইওয়ে থানা এলাকায় তল্লাশি চালানো হলেও আজ কোনো চেকপোস্ট দেখা যায়নি। আমিনবাজার এলাকায় পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবহনে তল্লাশি করতে দেখা গেছে।
আমিনবাজারের চেকপোস্ট এলাকা ঘুরে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য চেকপোস্ট এলাকায় মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে ঢাকাগামী দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছে পুলিশ। এ ছাড়া হায়েস, মোটরসাইকেল, গণপরিবহন ও প্রাইভেটকার প্রবেশে বিশেষ নজর রাখছে পুলিশ। এ সময় সন্দেহভাজন যাত্রীদের পরিচয় শনাক্তে তাদের পরিচয়পত্র যাচাই করতে দেখা গেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, আগামীকাল রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ। তাই নাশকতা ঠেকাতে এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের স্বার্থে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে সাভার আশুলিয়ার বিভিন্ন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে নেতাকর্মীদের আটক শুরু করেছে বলে অভিযোগ করেছেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আগের মামলায় বিএনপির পাঁচজন ও যুবদলের নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহিদুল মাহিদ/এএএ