সাভারে র্যাব-পুলিশের চেকপোস্ট, পরিবহনে তল্লাশি
সাভারের মহাসড়কে ঢাকা জেলা পুলিশ, ট্রাফিক ও র্যাব যৌথভাবে বিভিন্ন পরিবহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় যানবাহনের ফিটনেস ও বৈধ লাইসেন্স দেখা হচ্ছে। হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন ভঙ্গ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সাভার হাইওয়ে থানার পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করছেন তারা।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চেকপোস্ট বসিয়ে আমরা অভিযান পরিচালনা করছি। চেকপোস্টে যানবাহনের ফিটনেসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
র্যাব-৪ এর সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি সাজ্জাদুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে। হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা আইন ভঙ্গ করলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা ঢাকা জেলা ট্রাফিক পুলিশের তিনজন সার্জেন্টকে নিয়ে এই অভিযান পরিচালনা করছি। অভিযানে তারা আমাদের সাহায্য করছেন।
মাহিদুল মাহিদ/আরএআর