কোথাও পড়ে আছে মাথার খুলি কোথাও কাটা আঙুল, বাড়ছে দুর্গন্ধ
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে আহত ও নিহতদের উদ্ধার কাজ সম্পূর্ণ হলেও এখনো অনেকের শরীরের বিভিন্ন অঙ্গের অংশ রেললাইনে পড়ে থাকতে দেখা গেছে। যা দেখতে ঘটনাস্থলে ভীড় করেছেন হাজারো মানুষ।
কোথাও হাড়, কোথাও মাথার খুলির অংশ, আবার কোথাও পড়ে থাকতে দেখা গেছে মানুষের আঙুলের কাটা অংশ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে দুর্ঘটনা ঘটার সময় থেকে এখন পর্যন্ত রেললাইনের পাশে শরীরে নানা কাটা ও ছিঁড়ে যাওয়া অংশ পড়ে থাকায় চারপাশে ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থল দেখতে আসা মাসুম নামে একজন ব্যক্তি বলেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মাংস পঁচা দুর্গন্ধে ঘটনাস্থলে টেকা যাচ্ছে না। প্রসাশন থেকে দ্রুত এটার ব্যবস্থা নেওয়া দরকার।
আরও পড়ুন
আমেনা বেগম নামে আরও একজন বলেন, আমার শত্রুকেও যেন এমন মৃত্যু আল্লাহ না দেয়। এখনো রেললাইনে পড়ে আছে মানুষের মাথার মগজ, আঙুলসহ নানান অংশ। আর দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না। এখানে কোনো লাশ নেই তবুও এতো দুর্গন্ধ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, আমাদের উদ্ধার এবং তদন্তকারী অফিসার সেখানে আছেন, ওনারা সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
উল্লেখ্য, ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত অর্ধশত আহত হয়েছেন।
তন্ময় সাহা/আরকে