পুলিশ অফিসার সেজে মহাসড়কে যাত্রীদের তল্লাশি করছিলেন তিনি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশ সেজে যাত্রীদের তল্লাশি করার অভিযোগে রফিকুল ইসলাম সজিব (৪১) নামের একজকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ডিএমপির লোগো লাগানো ১টি মোটরসাইকেল ও ৪টি মোবাইল জব্দ করা হয়। আটক রফিকুল ইসলাম সজিব রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দক্ষিনবাড়ি গ্রামের মৃত আ. মান্নান শেখের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সজিব পুলিশ সেজে সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি করছিল, এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতানাতে আটক করে। এসময় ডিএমপি স্টিকার লাগানো একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রতারক রফিকুল ইসলাম সজিবের বিরুদ্ধে পূর্বের ১টি প্রতারণা মামলা রয়েছে। প্রতারক রফিকুল নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি ও ব্যক্তিকে তল্লাশি করছিলেন। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মীর সামসুজ্জামান/এমএএস