গরুর গলায় সোনা-রুপার গয়না বেঁধে পালকিতে বউ আনতে গেলেন বর
গরুর গলায় সোনা আর রুপার আংটি বেঁধে ছেড়ে দেওয়া হলো গ্রামে। যে প্রথমে ধরবে গরুটি হবে তার। তবে ওই গরুর মালিক বা তার কোনো আত্মীয়-স্বজন নিতে পারবে না। শুধু কী তাই এই গরুকে ঘিরে তিন দিনব্যাপী চলেছে মাদারের (আঞ্চলিক ভাষা) পালা গান। সেই সঙ্গে চলেছে খাওয়া দাওয়া। এরপর পালকিতে চড়ে সারা গ্রাম ঘুরে কনের বাড়িতে বিয়ে করতে গেলেন বর। এই ভিন্নধর্মী বিয়েতে পুরো গ্রাম মেতে ওঠে উৎসবের আমেজ।
এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়েই বিয়ে করলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২)। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিয়ের আয়োজন সম্পন্ন হয়।পালকিতে চড়ে বর সাইফুল যখন কনের বাড়িতে গেলেন তখন এলাকার শত শত মানুষ ভিড় জমান একনজর বিয়ের অনুষ্ঠান দেখতে।
সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সাইফুল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে (এসএফডিএফ) চাকরি করেন। তার বাবা ছিলেন ব্যবসায়ী। মা খোদেজা বেওয়া গৃহিণী। খোদেজা বেওয়া বিয়ের পর একে একে জন্ম দেন ৮ সন্তান। কিন্তু অজানা রোগে আক্রান্ত হয়ে তাদের সব সন্তানই মারা যায়। একটা সন্তানের আশায় পাগলপ্রায় হয়ে পড়েন খোদেজা বেওয়া। মানসিকভাবে ভেঙে পড়ে পুরো পরিবার।
এরপর খোদেজা বেওয়ার শাশুড়ি ময়না খাতুন নাটোরের গুরুদাসপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে জানতে পারেন সেখানকার ‘শীতলী চরলালি মসজিদে ভেজা কাপড়ে গিয়ে আল্লাহর কাছে মানত করলে মনের বাসনা পূরণ হয়’।
লোকমুখে শুনে ময়না খাতুন ওই মসজিদে গিয়ে ভেজা কাপড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে মানত করেন, ‘যদি ছেলের বউয়ের কোনো সন্তান হয় এবং বেঁচে থাকে তবে সেই সন্তানের বিয়ের সময় সোনা-রুপার আংটি লাল কাপড়ে বেঁধে গরুর গলায় পরিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। সেই সঙ্গে হবে মাদারের গান এবং পালকিতে চড়িয়ে পুরো গ্রাম ঘুরিয়ে বিয়ে করানো হবে সেই সন্তানকে। আর বরযাত্রীকে খাসি জবাই করে খাওয়ানো হবে।’
এর কিছুদিনের মধ্যেই সাইফুল ইসলামের জন্ম হয়। শুধু সাইফুলই নয়, তার মা খোদেজা বেওয়ার কোল আলো করে পর পর জন্ম নেয় একটি মেয়েসহ আরও তিন সন্তান। পরিবারে বইতে থাকে খুশির বন্যায়। এরমধ্যে কেটে গেছে ৩২ বছর। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সাইফুলের দাদী ময়না খাতুন ও বাবা খাদেমুল ইসলাম। অবশেষে দাদীর সেই ‘মানত’ রাখতেই নানা আয়োজনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসেন সাইফুল ইসলাম। কনে একই উপজেলার বরদানগর মরশিন্দা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে মায়া খাতুন।
সাইফুল ইসলাম বলেন, ‘দাদীর মানত রাখতে এইভাবে বিয়ের আয়োজন করতে হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে খুবই আনন্দ হয়েছে। আর পালকিতে চড়ে বিয়ে করা শুধু শুনেছি, এবার নিজে সেই আনন্দ উপভোগ করলাম।’
সাইফুলের মা খোদেজা বেওয়া বলেন, ‘আমার শাশুড়ি বেঁচে থাকতে এই মানত করেছিলেন। তিনি মৃত্যুর আগে আমাকে বলে যান, ছেলের নাম সাইফুল থাকবে। আর যেভাবে মানত করেছি সব ঠিকমতো পালন করবে। তার সেই মানত আমি পূরণ করলাম। আল্লাহ আমাদের ভালো রেখেছেন, সন্তানদের সুস্থ রেখেছেন। আমরা খুব খুশি।’
বিয়ের কনে মায়া খাতুন বলেন, ‘আমি শুনেছি দাদীর মানত রাখতে এভাবে বিয়ের আয়োজন করেছেন তারা। আমাদের বাড়িতেও আনন্দ উৎসব হয়েছে। আমরা খুব খুশি। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ভালো থাকতে পারি।’
সাইফুল ইসলামের শ্বশুর বাচ্চু মিয়া বলেন, ‘এভাবে আনন্দ উৎসবে আমার মেয়ের বিয়ে হওয়ায় খুশি সবাই। পালকিতে বিয়ে করতে আসায় গ্রামের মানুষ দেখতে আসেন। বাবা হিসেবে সবার দোয়া চাই যেন মেয়েটা সুখি হয়।’
চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, ‘ব্যতিক্রমী এই বিয়েটা একেবারেই অন্য মাত্রা এনে দিয়েছে। পুরো গ্রামবাসী উপভোগ করেছেন সাইফুল ইসলামের বিয়ে।’
রাকিব হাসনাত/আরকে