আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে বিএনপি নেতাসহ ১০ জনকে আটকের অভিযোগ
ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এক বিএনপি নেতাসহ ১০ জনকে আটকের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে আমিনবাজারের সরকারি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে এই চেকপোস্ট বসায় পুলিশ। তবে বিএনপি নেতাসহ অন্তত ১০ জনকে আটকের ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত চেকপোস্ট থেকে দুই হাইয়েস মাইক্রোবাসসহ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে আটকের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সকাল ১১ টার দিকে আমিনবাজারে গিয়ে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছে পুলিশ। যেখান দূরপাল্লার যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়েও তল্লাশি করা হয়। এ সময় কাউকে আটক করতে দেখা যায়নি। তবে এর আগে বেশ কয়েকজনকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
আটক বিএনপির নেতা মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা।
তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি আমার তিন আত্মীয়কে নিয়ে শাহজালাল বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম। আমিনবাজারে পৌঁছালে আমার তিন আত্মীয়সহ আমাকে আটক করে পুলিশ। কি কারণে আটক করা হয়েছে তা তারা বলছে না। মূলত আমাদের হয়রানি করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, চেকপোস্ট থেকে ৬৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। এর বেশি কিছু ঘটেনি।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছি। রাজধানীতে দুই রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে। রাজধানীতে কিংবা সমাবেশে গিয়ে কেউ যাতে নাশকতা কিংবা বিশৃঙ্খলা করতে না পারে এজন্য চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে।
মাহিদুল মাহিদ/এএএ