অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এলসন ফুডসের কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
সুরাইয়া সাইদুন নাহার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য উৎপাদন, কয়েকটি পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন ও যথাযথভাবে লেবেলিং না থাকার দায়ে অভিযুক্ত করা হয় কাঁচপুরের বিসিকে অবস্থিত এলসন ফুডসকে। এছাড়া কারখানার পরিবেশ স্যাঁতসেঁতে ও অনুপযোগী পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের সদস্যরা অভিযানকালে উপস্থিত ছিলেন।
শিপন সিকদার/এএএ