দিয়াশলাই জ্বালাতেই জ্বলে উঠল আগুন, শিশুসহ দগ্ধ ৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারের নাগেরচর এলাকায় বাসায় গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে সকালে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ ঘটনাটি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন- অরিজিৎ (৩৭), তার স্ত্রী অপু বিশ্বাস রিঙ্কু (২৮) ও ছেলে কাব্য (২)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসায় গ্যাস লিকেজের ফলে আগুন লাগে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য ফায়ার সার্ভিসের একটি টিম রওনা দিয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর সাড়ে তিনটার দিকে ১৯ মাস বয়সী শিশুর জন্য মা দুধ গরম করার জন্য দিয়াশলাই জ্বালালে আগুন জ্বলে ওঠে। স্ত্রীকে বাঁচাতে কোলে শিশুকে নিয়ে স্বামী এগিয়ে গেলে তিনজনই দগ্ধ হন। পরে বাড়িওয়ালা তাদেরকে উদ্ধার করেন। আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে অপু বিশ্বাসের শরীরের ৮০ শতাংশ, ছেলে কাব্যের ২০ শতাংশ ও স্বামী অরজিতের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে অপু বিশ্বাস ও শিশু কাব্যের অবস্থা গুরুতর।
আরকে