সস্ত্রীক করোনায় আক্রান্ত নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান
নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন টিকা নেওয়ার পর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।
তারা দু্ইজনই গত ১১ফেব্রুয়ারি নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।
নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, মঙ্গলবার (৬ এপ্রিল) জেলা পরিষদ চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়েছেন। পরদিন বুধবার তার সহধর্মিণী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতলে চিকিৎসাধীন। এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।
নীলফামারী জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৪০ জন, সু্স্থ হয়েছেন ১৩৪৯ জন, বাসায় চিকিৎসাধীন আছেন ৫২ জন, মারা গেছে ৩১জন।
মাহমুদ আল হাসান রাফিন/ এমআইএইচ