শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির উত্তরপত্র দেখালেন শিক্ষক!
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষা বোর্ডের খাতা মূল্যায়ন করানোর খবর পাওয়া গেছে। উত্তরপত্র মূল্যায়নের সেই চিত্র শিক্ষার্থীরা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলে ঘটনা জানাজানি হয়। উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের কারিগরি বিএম শাখার প্রভাষক এমন কাণ্ড ঘটিয়েছেন। বুধবার (৪ অক্টোবর) সকালে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষা বোর্ডের বিএম শাখার খাতা মূল্যায়নের দায়িত্ব পান ও কলেজের বিএম শাখার প্রভাষক গোপাল মন্ডল। তিনি নিজে বোর্ডের খাতা না দেখে তার কলেজের বিএম শাখার শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের দায়িত্ব দেন। উত্তরপত্র মূল্যায়নের সময়কার ছবি তুলে ছড়িয়ে দেন ওই শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, আমাদের কলেজের বিএম শাখার প্রভাষক গোপাল মন্ডল স্যার বোর্ডের খাতা মূল্যায়নের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা স্যারকে সহযোগিতা করতে কয়েকটি শিট পূরণ করেছি।
এ বিষয়ে প্রভাষক গোপাল মন্ডল, বোর্ডের খাতা মূল্যায়নের জন্য কয়েকটি শিট পূরণ করতে কয়েকজন শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য বলেছিলাম। এটা আমার ভুল হয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি এবং বৃহস্পতিবার (৫ অক্টোবর) ম্যানেজিং কমিটির সিদ্ধান্তনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষক হিসেবে তার কাছ থেকে আমরা এটা আশা করিনি। খাতা মূল্যায়নের জন্য শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে একজন শিক্ষককে দায়িত্ব দেন। আর সেই শিক্ষক নিজে খাতা না দেখে শিক্ষার্থীদের কাছে সেই খাতা দেওয়া এটা মারাত্মক অপরাধ। এ ব্যাপারে শিক্ষকদের কড়া নির্দেশনা দেওয়া ছিল। খাতা মূল্যায়নের সময় গোপনীয়তা রক্ষা করে একান্ত কক্ষে বসে কাজ করা। খাতা মূল্যায়নকারীর ভুলের কারণে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়ে পড়ে।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস