নাসিরনগরে স্রোতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায় কুকুরিয়া খালে পানির স্রোতে ভেসে যাওয়া হারিছ মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।
জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের পাশে আকাশি বিলে মাছ ধরতে যায় হারিছ মিয়া। মাছ ধরে বাড়িতে ফেরার পথে সকাল নয়টার দিকে কুকুরিয়া খাল পার হওয়ার সময় অধিক স্রোতে পানিতে ভেসে যায় হারিছ। পরে দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়রা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন জানান, উদ্ধার করা মরদেহটি গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। সকালে মাছ ধরতে গিয়ে খাল পার হওয়ায় সময় স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
বাহাদুর আলম/এএএ