বরিশালের ৬ স্থানে ওভার ব্রিজ নির্মাণের দাবি সিনিয়র সিটিজেনদের
বরিশাল নগরীর ব্যস্ততম ৬ স্থানে যন্ত্রচালিত পথচারী পারাপার (ওভার ব্রিজ) নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নথুুল্লাবাদ, হাতেম আলী কলেজ চৌমাথা, আমতলা মোড়, বটতলা চৌমাথা, জেলখানার মোড়ে এসব ওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়।
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান মিলুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, গোলাম কিবরিয়া সেলিম, কাজী মিজানুর রহমান ফিরোজ, সুলতান মাহমুদ বাবুল, রেজাউল করিম বুলবুল প্রমুখ।
বক্তরা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চল বিশেষ করে বিভাগীয় শহর বরিশালের অপ্রশস্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বহুগুণে বেড়ে যাওয়ার ফলে দুর্ঘটনা বেড়ে গেছে। সড়ক পারাপার এখন আর নিরাপদ নয়। প্রতিদিনই সড়কে মানুষ প্রাণহানির শিকার হন। ওভার ব্রিজ না থাকায় পথচারীরা ঝুঁকি নিয়েই সড়ক পারাপার করে। দুর্ঘটনা শুধু মহাসড়কে নয় বরিশাল নগরীতেই নিয়মিত ঘটছে। এসব থেকে প্রাণ বাঁচাতে এবং নগরীকে যানজটমুক্ত করতে উল্লেখিত ৬ স্থানে যন্ত্র চালিত ওভার ব্রিজ নির্মাণ নগরবাসীর দাবি।
মানববন্ধন থেকে ওভার ব্রিজ নির্মাণ করতে মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস