বন্যার পানিতে ডুবে প্রাণ গেল কৃষকের
রংপুরের পীরগঞ্জে বন্যার পানিতে ডুবে লুৎফর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর সোনারের বিলে এ ঘটনা ঘটে। ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লুৎফর রহমান রসুলপুরগ্রামের মৃত বাদুল্লাহ মুন্সির ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন। মাসখানেক আগে তার এক ছেলে মারা গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট রসুলপুর গ্রামের লুৎফর রহমান তার রোপণ করা আমনের ক্ষেতে যান। সেখানে বন্যার পানিতে তলিয়ে যাওয়া রোপা আমনের ক্ষেতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। এ সময় এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান জানান, সম্প্রতি বন্যায় করতোয়া নদীর পানি উপচে আশপাশের গ্রামের ২-৩ কিলোমিটার প্লাবিত হয়েছে। বন্যার পানিতে রসুলপুর সোনারের বিল এলাকায় লুৎফর রহমানের রোপা আমনের ক্ষেত তলিয়ে যায়। সেখানে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মারা যান ওই কৃষক।
৭নং বড় আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জানান, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে লুৎফর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর