‘এখনো এক পা সোজা আছে, মরার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব’

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ না করে মৃত্যু হলেও রাজপথ ছাড়বো না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ করাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর ঈমানী দায়িত্ব।
বিজ্ঞাপন
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুরে পৌর কমিউনিটি হল রুমে বিএনপির তিন জেলার প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যতই ভিসা নীতি না মানার কথা বলেন, দুই দিন আগে আর পরে ঠিকই টের পাবেন। তাই সময় থাকতে শেখ হাসিনাকে অনুরোধ করছি, দ্রুত আপনি পদত্যাগ করেন। আর আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আর আমাদের লাঠি দিয়ে পিটাতে পুলিকে বাধ্য করবেন না। অনেক পুলিশ বাধ্য হয়ে আমাদের আঘাত করে। সবাই খারাপ না। ডিবির হারুন তো আমার এক পা ভেঙ্গে দিয়েছে। আর এক পা এখনো সোজা আছে। এরপরেও মরার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এ সময় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, এই ভোট চোর সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না। এই সরকার কাজই ভোট চুরি করা। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
বিজ্ঞাপন
এ সময় এক দফা আদায়ের লক্ষ্যে আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চকে সামনে রেখে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান, বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিচুর রহমান খোকন তালুকদার।
রাকিব হাসান/এএএ