শেখ হাসিনা কারও রক্তচক্ষুকে ভয় করে না : এমপি ইব্রাহিম
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়ন আটকাতে পারবে না। দেশের মানুষ ভালো আছে তাই শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থা আছে। কোনো অপশক্তি শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করলে লাভ হবে না। কারণ তিনি কারও রক্তচক্ষুকে ভয় করে না।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চাটখিলের নিজ বাসভবনে খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ইব্রাহিম বলেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার করে শেষ করা যাবে না। এই চাটখিল-সোনাইমুড়ীতে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর থেকে এত উন্নয়ন হয়নি। আমাদের সময়ে মানুষ ভালো আছে। কোনো রাজনৈতিক মামলা নেই। সব দলের নেতারা শান্তিতে আছে। আমরা চাই এই শান্তি অব্যাহত থাকুক। সবাই শেখ হাসিনাকে চিনুক।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে আবারো ভোট দিয়ে বিজয়ী করবেন। শেখ হাসিনার উন্নয়নের কথা সাধারণ মানুষকে জানাবেন। বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে রোল মডেল। স্বপ্নের সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিতে চান। ষড়যন্ত্রের মোকাবিলা কর্ম দিয়ে করতে চান।
আলোচনা সভায় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিলসহ উপজেলা, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমএ