খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈমাতাই খালের পানিতে ডুবে অপু বিশ্বাস ত্রিপুরা ও চন রঞ্জণ ত্রিপুরা নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে গুইমারার তৈমাতাই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অপু বিশ্বাস ত্রিপুরা (৭) ও চন রঞ্জণ ত্রিপুরা (৫) গুইমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যামরুন পাড়ার বাসিন্দা নজমোহন ত্রিপুরার সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মা-বাবা অন্যের জমিতে কাজ করতে যান। বিকালের দিকে বাড়িতে এসে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে তাদের দুইজনকে তৈমাতাই খালে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা তৈমাতাই খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।
মো. জাফর সবুজ/এএএ