এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায় : নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এক সময় মানুষ সিঙ্গাপুর দেখতে ‘লাভ ইন সিঙ্গাপুর’ সিনেমা দেখতো। এখন সিঙ্গাপুর দেখার জন্য সিনেমা দেখতে হয় না বা সে দেশে যেতে হয় না। ঢাকা শহরে গেলেই সিঙ্গাপুরকে দেখতে পাওয়া যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বদলে গেছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর মাইনুল হাসান মহাবিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আগতদের উদ্দেশ্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আপনারা দুই তিন বছর আগেও যারা ঢাকা শহরে গেছেন। এখন ঢাকা শহরে গেলে সহজে চিনতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বেশি উন্নয়ন করেছে যে ঢাকা আধুনিক শহরে রূপান্তরিত হয়েছে ।
বিএনপি-জামায়াতের ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে কী হয়েছিল, সেটা এই তরুণ প্রজন্মকে জানতে হবে উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, কেন আওয়ামী লীগের নেতারা বেদনা-কষ্ট নিয়ে রাজনীতি করেন। কেন আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কেন আমরা দেশের প্রশ্নে আমেরিকা ও পশ্চিমাদের সঙ্গে আপস করছি না। সেটা এই প্রজন্মকে জানতে হবে। আর আপস করছি না বলেই শেখ হাসিনাকে টার্গেট করা হয়েছে। মির্জা ফখরুলরা শেখ হাসিনার নেতৃত্বকে ভয় পায়। কারণ তারা জানে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদের মূল উৎপাটন হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন মঙ্গলপুর মাইনুল হাসান পরিচালনা কমিটির সভাপতি গোপেন্দ্র নাথ দেবশর্মা। উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরল উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনূর ইসলাম প্রমুখ।
ইমরান আলী সোহাগ/এসএম