মূর্ত হয়ে উঠলো একাত্তরের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

মহান মুক্তিযুদ্ধের বিখ্যাত কবিতা ‘১৯৭১ সালের সেপ্টেম্বর অন যশোর রোড’ যেন পুনরায় মূর্ত হয়ে উঠলো। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো স্মরণে সেপ্টেম্বর অন যশোর রোড-৭১। স্মরণযাত্রাটি যশোরের পুলেরহাট বাজার থেকে শুরু হয়ে ঝিকরগাছার কৃষ্ণবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
এ সময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধকালীন সময়ে যশোর রোডে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র ঘটনা প্রবাহের প্রতীকী মঞ্চায়ন করা হয়। এর মাধ্যমে সেপ্টেম্বর অন যশোরকে স্মরণ ও নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন সময়ে ঐতিহাসিক যশোর রোডে শরণার্থীদের যুদ্ধবিভীষিকা, অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচনা করেছিলেন বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। এটি একটি কবিতা নয়, এটি বাঙালির আত্মত্যাগের একটি মূল্যবান উপাখ্যানও। আর সেই কালজয়ী কবিতা অবলম্বনে ঐতিহাসিক যশোর রোডেই একাত্তরের যশোর রোডকে মূর্ত করে তোলা হয়। একাত্তরে যেভাবে যশোর রোড ধরে শরণার্থীদের ঢল নেমেছিল, শিল্পী, সাংস্কৃতিককর্মী ও শিক্ষার্থীরা মিলে সেই শরণার্থীদের আদলে প্রতীকী পদযাত্রা করে ফুটিয়ে তোলেন একাত্তরের অবর্ণনীয় দুর্দশাকে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে যশোরের সাংস্কৃতিক অঙ্গন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী ও কলাকুশলী অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
বিজ্ঞাপন
তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল তাতে অনেকে বাধ্য হয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। সে সময় মার্কিন সরকার বাংলাদেশের বিপক্ষে থাকলেও একজন মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ, যিনি সে সময় রচনা করেছিলেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতা। এ কবিতা অবলম্বনে বাংলাদেশ ও ভারতে অনেক গান, নাটক, সিনেমা হয়েছে। আজকে সেই দিনটিকে স্মরণ করার জন্য এ আয়োজন করা হয়েছে। যাতে বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে।
জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার বলেন, আমরা নিজেরা হেঁটে এসে শরণার্থীদের সেই কষ্ট, আত্মত্যাগটা আজ স্মরণ করছি। সেপ্টেম্বর অন যশোর রোড যশোরের একটি গৌরব, একটি ইতিহাস। এই ইতিহাস যশোরের মানুষকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, এইচ এম মাজহারুল ইসলাম মন্টু, মন্টু চাকলাদার, একরাম উদ-দৌলা, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের বাবু প্রমুখ।
এ্যান্টনি দাস অপু/আরএআর