হাতিয়ায় জোয়ারের স্রোতে ভেসে গেলেন বৃদ্ধ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের স্রোতে আব্দুস শহীদ (৬৫) নামের এক বৃদ্ধ ভেসে গিয়ে এখনও নিখোঁজ রয়েছেন।
গতকাল দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের দমারচর থেকে হেঁটে নদী পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বৃদ্ধ আব্দুস শহীদ উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
নিখোঁজের ছেলে আবদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা ভেসে যাওয়ার পর থেকে এখনও নিখোঁজ রয়েছেন। বাবার মরদেহ পাব কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
নিঝুমদ্বীপের বাসিন্দা নুরনবী ঢাকা পোস্টকে বলেন, নদীতে শেষ ভাটির পরে প্রথম যে জোয়ারটা আসে তা অধিক উচ্চতায় তীব্র স্রোতসহ আসে। এ সময় অনেক নৌকাও উল্টে যায়। আব্দুস সহিদ এ ধরনের প্রথম স্রোতে পড়ে ভেসে যায়।
নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে পানি কম থাকায় হেঁটে দমারচর থেকে নিঝুমদ্বীপ আসার চেষ্টা করছিলেন আব্দুস শহীদ। এ সময় জোয়ারের স্রোত এসে তাকে টেনে নিয়ে যায়। দূর থেকে স্থানীয়রা দেখে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু রাত পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
হাসিব আল আমিন/এনএফ