টঙ্গীর ওষুধ কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুরো গুদামজুড়েই কেমিক্যাল রাখা ছিল। এর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।
শিহাব খান/এমজেইউ