নাশকতার মামলায় দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাগারে
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি ও ছাত্রলীগের নেতাদের মধ্যে সংঘর্ষের মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ওরফে বাদশা চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক জুলফিকার উল্লাহ জামিন আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন। আনিসুর রহমান বাদশা দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ছাত্রলীগ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন কাদের বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় বাদশা চেয়ারম্যানকে হাইকোর্ট থেকে জামিন নেন। ৬ সপ্তাহ পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের নির্দেশ দেওয়া ছিল। সেই নির্দেশ মোতাবেক গতকাল দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
ইমরান আলী সোহাগ/এনএফ