আওয়ামী লীগ-বিএনপি ক্ষমতার পাগল : চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি জনগণের কথা ভাবে না। জনগণ গোল্লায় যাক, দেশ গোল্লায় যাক, তাদের চাই ক্ষমতা। দুটি দলই ক্ষমতার পাগল এবং ক্ষমতায় যাওয়ার পর তাদের চরিত্র এক। আর তা হলো অনিয়ম আর লুটপাটের রাজত্ব কায়েম করা।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি বলে তত্ত্বাবধায়ক সরকার কারচুপি করেছে। আবার বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বলে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির পক্ষে কাজ করেছে। প্রকৃতপক্ষে তত্ত্বাবধায়ক সরকারও নিরপেক্ষ নয়। নিরপেক্ষ পদ্ধতি হল- শুধু প্রতীক দিয়ে নির্বাচন দেওয়া। যে নির্বাচনে কোনো প্রার্থী থাকবে না। ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন করা হবে। এতে ছোট দলগুলোও সংসদে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি তা চায় না।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কি হবে- তা আমার বলার দরকার নেই। সেটা ওবায়দুল কাদেরই বলেছেন। আর বিএনপি নির্বাচনে না গেলে মুসলিম লীগে পরিণত হবে। কারণ কোন ফর্মুলায় নির্বাচন হবে এ নিয়ে বড় দুটি দল এখনো একমত হতে পারেনি। দুটি দলই সাধারণ মানুষের কাছে আস্থা হারিয়েছে। এ অবস্থায় নির্বাচন হলে সাধারণ জনগণ জাতীয় পার্টিকেই ভোট দেবে।
কেন্দুয়া উপজেলা পাবলিক হল অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ, সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মুক্তি, গোলাম রব্বানী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নেত্রকোণা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, নেত্রকোণা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মান্নান খান আরজু, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, নেত্রকোণা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান খোকন প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে আব্দুল আউয়াল মন্ডলকে সভাপতি, হাবিবুর রহমান খানকে সিনিয়র সহসভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান।
জিয়াউর রহমান/আরএআর