দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন আর নেই
দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. জহির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু বলেন, তিনি (অধ্যাপক ড. জহির উদ্দিন) বোর্ডের ডরমিটরিতে থাকেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাকে দ্রুত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ বলেন, কয়েক দিন থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন। আজ সকালে বুকে ব্যথা অনুভূত হওয়ায় তাকে দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
অধ্যাপক ড. জহির উদ্দিন ব্যক্তিজীবনে দুই মেয়ের বাবা। তার গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডে জানাজা শেষে গ্রামের বাড়ি খানসামায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
ইমরান আলী সোহাগ/এমজেইউ